গল্পটা আমাদের তথাকথিত সমাজের অন্ধকারাচ্ছন্ন দিককে তুলে ধরে। হোমোসেক্সুয়ালিটিকে যেখানে আজও লজ্জা বলে মনে করা হয়। পণপ্রথা যেখানে আজও বৈধ । এমনই শিক্ষিত সমাজের হাতে নিষ্ঠুর ভাবে বলি হয় শ্রীপর্ণা। যার অন্ধকার আকাশকে আলো করে তুলতে চায় অনুভব।। কিন্তু সেও সমাজের চোখে হয়ে যায় দোষী। সমাজের বাধা ধরা নিয়মে বদ্ধ জীবন, সামাজিক সন্মান রক্ষা করার লড়াই আর নিজের ভালবাসাকে পাওয়ার লড়াই। এই নিয়েই আমার গল্প তৃষ্ণা।