“ভালোবাসার এক চিলতে রোদ”
বইটির নামকরণের মধ্যে আশার আলোর ইঙ্গিত দেওয়া হয়েছে। জীবনের চলার পথ সুখ - দুঃখ, ভালো - মন্দ, মান - অভিমান, ভালোবাসা - ভালোবাসা হারানোর যন্ত্রণা এ সবকিছু নিয়েই । বইটির পরতে পরতে এ-সবই ছড়িয়ে আছে। তার মধ্যে যা আমাদের মনকে বিশেষভাবে নাড়া দেয় তা হল হাজার মেঘের মধ্যে এক চিলতে রোদ । মানুষের মনকে ভালোবাসার সোনালি রোদই পারে বেঁচে থাকার প্রেরণা দিতে। ভালোবাসাহীন জীবন মৃত্যুসম। তাই এদিক থেকে ‘ভালোবাসার এক চিলতে রোদ’ কবিতার বইটি সার্থকতা পাবে এবং সকলকে আনন্দ দান করবে, এই আশা রাখি।