ড. স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া মহারাজকে কেবলমাত্র ‘ধর্মগুরু’ আখ্যা দিয়ে একটি গন্ডীর মধ্যে রাখা যায় না। কারণ, তিনি ছিলেন সংষ্কারক - ধর্মের ও সমাজের মধ্যে বিজ্ঞানভিত্তিক সংষ্কার সাধন করে এক নতুন ধর্মীয় ও সামাজিক বিন্যাস করতে চেয়েছিলেন। এর ফলে, এই একবিংশ শতাব্দীতে আর একটা ধর্মীয় ও সামাজিক নবজাগরণ ঘটতে পারত। তার গবেষণার বিষয় ছিল কার্ল মার্ক্স ও নিবার্ক মতবাদের তুলনা। A Society in the thought of Marx and Nimbarka” তার এই গবেষণা ভারতীয় সমাজতত্ববিদদের কাছে এক নতুন আলো।