Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
বুঝেও তো তুমি আমায় বুঝলে না ,
তুমি না হয় থেকে যেয়ো আমার লেখনী তে আমার গল্পের একমাত্র চরিত্র হয়ে
আমার কলম তো শুধু তোমার নিয়েই লেখে
আমার হৃদয় শুধু তোমার কথাই ভাবে
বুঝেও তো তুমি আমায় বুঝলে না ,
তুমি না হয় থেকে যেয়ো আমার লেখনী তে আমার গল্পের একমাত্র চরিত্র হয়ে
আমার কলম তো শুধু তোমার নিয়েই লেখে
আমার হৃদয় শুধু তোমার কথাই ভাবে
আমার কবিতায় শুধু তুমি আমারই
সেথায় তোমায় ভাগ দিতে হবে না তো অন্য কারো কে
বাস্তবে হয়তো অন্য কেউ হবে তোমার ঘরণী
আমার স্বপ্নের সংসারে আমিই তোমার চির সঙ্গিনী, তোমার অর্ধাঙ্গিনী।
আমার ভ্যালেন্টাইন
তার সাথে আমার প্রথম কথা
না হয় গোপন রাখলাম মনের অন্তরালে।।
তার সাথে আমার প্রথম দেখা
রৌদ্র বিদ্ধস্ত এক শরৎ কালের দুপুরে ।
দুজনেই এসেছিলাম মূল্য
আমার ভ্যালেন্টাইন
তার সাথে আমার প্রথম কথা
না হয় গোপন রাখলাম মনের অন্তরালে।।
তার সাথে আমার প্রথম দেখা
রৌদ্র বিদ্ধস্ত এক শরৎ কালের দুপুরে ।
দুজনেই এসেছিলাম মূল্যবান কাজ ছেড়ে দেখা করতে ।
হেসে খেলে কেটে গেলো কয়েক ঘণ্টা ,তারপরই তো আমার বাড়ি ফেরার পালা।।
তুমি হয়তো হয়েগেলে নিজের কাজ নিয়ে ব্যাস্ত ,
আর আমি সারাক্ষণ তোমায় নিয়ে মত্ত।।
তোমায় ছাড়া কিছুই ভালোলাগে না আমার
তুমি তো কোনো খোঁজ ই নাওনা আর আমার ।।
হেসে খেলে ব্যাস্ত ,ঘুরতে ব্যাস্ত
আমার ফোন ধরার মতোই আমার জন্য নেই সময় তোমার আর হয়তো ।।
তোমায় ভেবেই কাটে আমার অল টাইম ।
কী করে যে তোমায় বোঝাই
"তুমি আমার ভ্যালেন্টাইন
তৃতীয় বর্ষের পিএইচ.ডি হিসাবে। প্রার্থী, অলিভ স্মিথ দীর্ঘস্থায়ী রোমান্টিক সম্পর্কগুলিতে বিশ্বাস করেন না--কিন্তু তার সেরা বন্ধু করে, এবং এটিই তাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে
তৃতীয় বর্ষের পিএইচ.ডি হিসাবে। প্রার্থী, অলিভ স্মিথ দীর্ঘস্থায়ী রোমান্টিক সম্পর্কগুলিতে বিশ্বাস করেন না--কিন্তু তার সেরা বন্ধু করে, এবং এটিই তাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। আনহকে বোঝানো যে অলিভ ডেটিং করছে এবং সুখে-দুঃখে তার পথে চলছে সবসময় হাত-তরঙ্গিত জেডির মন কৌশলের চেয়ে বেশি কিছু নিতে যাচ্ছে: বিজ্ঞানীদের প্রমাণ প্রয়োজন। সুতরাং, যে কোনও স্ব-সম্মানিত জীববিজ্ঞানীর মতো, অলিভ আতঙ্কিত হয় এবং প্রথম পুরুষটিকে দেখে চুম্বন করে।
সেই লোকটি আর কেউ নয়, অ্যাডাম কার্লসেন, একজন তরুণ হটশট অধ্যাপক -- এবং সুপরিচিত গাধা। যে কারণে অলিভ ইতিবাচকভাবে মেঝেতে পড়ে যখন স্ট্যানফোর্ডের শাসক ল্যাব অত্যাচারী তার চ্যারেড গোপন রাখতে এবং তার নকল প্রেমিক হতে সম্মত হয়। কিন্তু যখন একটি বড় বিজ্ঞান সম্মেলন অলিভের কেরিয়ারকে বুনসেন বার্নারের উপর ফেলে দেয়, তখন অ্যাডাম তাকে তার অদম্য সমর্থন এবং আরও অদম্য... ছয়-প্যাক অ্যাবস দিয়ে আবার অবাক করে দেয়।
হঠাৎ তাদের সামান্য পরীক্ষা বিপজ্জনকভাবে দহনের কাছাকাছি অনুভব করে। এবং অলিভ আবিষ্কার করেন যে প্রেমের অনুমানের চেয়ে জটিল জিনিসটি তার নিজের হৃদয়কে মাইক্রোস্কোপের নীচে রাখা।
গল্প কিছুই নয়, কেবল কল্পনা এবং বাস্তবের মিলন স্থল।সাধারণ জীবন যাত্রায় যে ঘটনা গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে, সেগুলোকেই কেবল শব্দের মাধ্যমে প্রকাশ করলাম এই বইটিতে। এরকম
গল্প কিছুই নয়, কেবল কল্পনা এবং বাস্তবের মিলন স্থল।সাধারণ জীবন যাত্রায় যে ঘটনা গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে, সেগুলোকেই কেবল শব্দের মাধ্যমে প্রকাশ করলাম এই বইটিতে। এরকম কত ঘটনায় হয়তো ঘটে চলেছে আমাদের এই শহরে। হুমায়ূন আহমেদের রচিত হিমুর মতন হতে পারলে, বেশ ভালো হতো। সব ফেলে, খালি পায়ে বেরিয়ে পড়তাম আমাদের এই শহরের অলি গলির সফরে।
আমি বিজ্ঞানের ছাত্রী, সাহিত্যের প্রতি টান টা হঠাৎই আসে। ইচ্ছে ছিলো পড়াশোনা করে অনেক বড় কিছু হবো। অথচ যখন সাহিত্যের ভুত মাথায় চাপলো, তখন আর কলম থামায় কে? অতএব আমি লিখছি। ভুল ক্রুটি হয়ে থাকলে নিজ গুণে মাফ করবেন।
রাঙা মাটির দেশে এ কোন নিশি বার বার ডেকে যায় ভাবিনীকে? কুকুরের চোখ কেন হয় মানুষের মতন? কেন রহস্যময় ভাবে হারিয়ে যায় জয়া? এসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধবে কে? কে আছে
রাঙা মাটির দেশে এ কোন নিশি বার বার ডেকে যায় ভাবিনীকে? কুকুরের চোখ কেন হয় মানুষের মতন? কেন রহস্যময় ভাবে হারিয়ে যায় জয়া? এসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধবে কে? কে আছে এই সমস্ত কিছুর মূলে? আর কেই বা গান গেয়ে নিজের প্রিয়তমাকে ডেকে চলে অবিরাম,
"হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া পাখির মতন
যাবো যে সেই বিদেশে, যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।"
গতির দুনিয়াতে আজ চিঠি লেখা একপ্রকার অপ্রচলিত হয়ে গেছে। আমরা যতই অধুনা সময়ের সাথে সাথে দৌড়াচ্ছি ততই আমাদের আবেগ একপ্রকার কৃত্রিম বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে ৷ তবে ব্যক্ত
গতির দুনিয়াতে আজ চিঠি লেখা একপ্রকার অপ্রচলিত হয়ে গেছে। আমরা যতই অধুনা সময়ের সাথে সাথে দৌড়াচ্ছি ততই আমাদের আবেগ একপ্রকার কৃত্রিম বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে ৷ তবে ব্যক্তিগত ভাবে আমার মতামত আমাদের উন্নত হতেই হবে কিন্তু আমাদের নিজস্বতাগুলোকে বজায় রেখে ৷ যদি তা না হয় একটা সময় এমন আসবে যখন আমরা সবাই একপ্রকার যন্ত্রের মতো জীবন নির্বাহ করব।
একটা উপন্যাস তৈরী করতে গেলে সবসময় বহু মানুষের জীবনযাত্রাকে নিয়ে লিখতে হয় না ৷ একটা মানুষের জীবনের কিছু সময়ের আবেগই একটা উপন্যাস তৈরী করতে যথেষ্ট৷ আমার এই উপন্যাসের চরিত্রও ঠিক তেমনই ৷ তার জীবনের কিছু ঘটনা নিয়ে তার প্রতিদিনের দিনলিপি ৷ সেই দিনলিপি গুলো জুড়ে জুড়েই এই উপন্যাসের বাঁধন তৈরী হয়েছে।
প্রতিটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে ৷ পূরণ হোক বা নাই হোক সেসবই থেকে যায় ৷ সেই সমস্ত স্বপ্ন একত্রিভুক্ত হয়েই তার প্রকৃত জীবন তৈরী হয় ৷ প্রতিদিন স্বপ্ন তৈরী হয় আবার প্রতিদিন স্বপ্ন ভাঙে ৷ এই ভাঙা গড়ার কাহিনীগুলোই তার উপন্যাস ৷
তেমনি একটি উপন্যাস আপনাদের জন্য যাতে আপনারা কোনো না কোনো সময়ের নিজেকেও খুঁজে পাবেন এটা আমার বিশ্বাস ৷ আশাকরি আপনাদের ভালো লাগবে।
সহজ সরল ভাষাশৈলী ব্যাবহার করে সাহিত্য প্রেমী বন্ধু দের জন্য নিয়ে এসেছি "_মেঘলা আকাশ_" কাব্যগ্রন্থ টি। সুপ্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলবো,"মেঘলা আকাশ" কাব্যগ্রন্থে যে কবিতা গুলি
সহজ সরল ভাষাশৈলী ব্যাবহার করে সাহিত্য প্রেমী বন্ধু দের জন্য নিয়ে এসেছি "_মেঘলা আকাশ_" কাব্যগ্রন্থ টি। সুপ্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলবো,"মেঘলা আকাশ" কাব্যগ্রন্থে যে কবিতা গুলি স্থান পেয়েছে, তা কবির কাব্য পটের বিচরণ ক্ষেত্রে মুগ্ধতা সৃষ্টি করেছে।আশা করি পাঠক গণ কাব্য পাঠে তৃপ্তি লাভ করবে। প্রেম, বিরহ, বিচ্ছেদ,ঈশ্বর প্রেম,সামাজিক,বাস্তবিক, জীবনবোধ, আত্মনির্ভরতা, প্রভৃতি নিয়ে লেখা"মেঘলা আকাশ"। পাঠকদের ভালো লাগা , কবির অনুপ্রেরণা।পাঠকদের প্রতি অফুরন্ত ভালোবাসা ও যারা এই বইটি প্রকাশ করতে অফুরন্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।
লেখনী পরিবার এবং আপনাদের সহযোগিতায় সংকলনটি প্রকাশ করা হচ্ছে।
ভালো খারাপ যেমনই লাগুক জানাবেন অবশ্যই।একবার চেখে দেখুন নিত্য নতুন সাহিত্যের স্বাদ।আশা করি ভালো লাগবে প্রথম প্
লেখনী পরিবার এবং আপনাদের সহযোগিতায় সংকলনটি প্রকাশ করা হচ্ছে।
ভালো খারাপ যেমনই লাগুক জানাবেন অবশ্যই।একবার চেখে দেখুন নিত্য নতুন সাহিত্যের স্বাদ।আশা করি ভালো লাগবে প্রথম প্রস্তাবনা -মার্চ ২০২২
হয়তো সবার ধারণা বুক পকেটে টাকা ভর্তি থাকলেই জীবনের সব সুখ, গল্পের নায়ক দেবত্ব ও তাই ভাববে সর্বদা...কিন্ত গল্পের নায়িকা সাজু হাজার কষ্ট আর ঝড়ের পরেও বুঝিয়ে দিতে চাইবে-বুক পকেট টাক
হয়তো সবার ধারণা বুক পকেটে টাকা ভর্তি থাকলেই জীবনের সব সুখ, গল্পের নায়ক দেবত্ব ও তাই ভাববে সর্বদা...কিন্ত গল্পের নায়িকা সাজু হাজার কষ্ট আর ঝড়ের পরেও বুঝিয়ে দিতে চাইবে-বুক পকেট টাকা হলেই লোক সুখী নয়, বুক পকেটে ভালোবাসা থাকলেই লোকে সুখী।
এই গল্পের ভূমিকা।বাকিটা গল্প পড়ে দেখতে হবে-কে জিততে পারে...টাকা নাকি ভালোবাসা? বুক পকেটে টাকা নাকি ভালোবাসা থাকলে লোক সুখী হয়?
ভালোবাসা সব মানুষের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, কেউ জোরপূর্বক ভালোবাসাতে বিশ্বাসী তো কেউ ভালোবাসাকে মুক্ত করে দেওয়াতে বিশ্বাসী; আবার অনেকে চাতক পাখির মতো করে ভালোবাসতে বিশ্বা
ভালোবাসা সব মানুষের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, কেউ জোরপূর্বক ভালোবাসাতে বিশ্বাসী তো কেউ ভালোবাসাকে মুক্ত করে দেওয়াতে বিশ্বাসী; আবার অনেকে চাতক পাখির মতো করে ভালোবাসতে বিশ্বাসী। পৃথিবীতে যেমন সবাই এক হয় না, ঠিক তেমনই সবার ভালোবাসার ধরনও এক হয় না। ময়ূরীও এমনই একজন মানুষ, যে তার নিজের মতো করে ভালোবাসাতে বিশ্বাসী।
"গোধূলি" নামক সংকলনটি প্রকাশিত করা হচ্ছে Twilight Publication-এর পক্ষ থেকে প্রথম উদ্যোগ হিসেবে। এই সংকলনের মারফত আপনি সমষ্টিবদ্ধ আকারে পেয়ে যাবেন বিভিন্ন লেখক/লেখিকাদের লেখা। বেশিরভাগ যু
"গোধূলি" নামক সংকলনটি প্রকাশিত করা হচ্ছে Twilight Publication-এর পক্ষ থেকে প্রথম উদ্যোগ হিসেবে। এই সংকলনের মারফত আপনি সমষ্টিবদ্ধ আকারে পেয়ে যাবেন বিভিন্ন লেখক/লেখিকাদের লেখা। বেশিরভাগ যুবসমাজের লেখক/লেখিকাদের সৃষ্টিই নিজগুনে নিজেদের স্থান করে নিয়েছে এই সংকলনে। আশা করি এখানে স্থান পাওয়া প্রতিটা লেখা আপনাদের মনে নিজস্ব জায়গা দখল করে নেবে। এমনকি আপনারাও আপনাদের সৃষ্টি তুলে ধরতে পারেন সমাজের সামনে আমাদের Twilight এর মাধ্যমে। তাতে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র নিজের সৃষ্টি মেইল করতে হবে hemlockgirl06@gmail.com এই মেইল আইডি তে। মনে রাখবেন "আপনার স্বপ্ন,আপনার অহংকার।" আর আপনার সৃষ্টিকে সবার সামনে উজ্জ্বলিত করে তুলে ধরার দায়িত্ব আমাদের অর্থাৎ "Twilight"এর।
~ধন্যবাদান্তে
হেমলক শেরগিল
ফাউন্ডার এন্ড সি.ই.ও অফ
Twilight.
নিরুক্তি
বদল! শব্দটা শুনতে খুব সহজ হলেও একটা মানুষ হুট করেই বদলে যায় না।হ্যাঁ বদলে যায়,বদলায়।কিন্তু তখনই যখন তার পেছনে থাকে শত সহস্র কারণ। একাধিক বার ভেঙে গিয়ে,বারংবার হের
নিরুক্তি
বদল! শব্দটা শুনতে খুব সহজ হলেও একটা মানুষ হুট করেই বদলে যায় না।হ্যাঁ বদলে যায়,বদলায়।কিন্তু তখনই যখন তার পেছনে থাকে শত সহস্র কারণ। একাধিক বার ভেঙে গিয়ে,বারংবার হেরে গিয়ে মানুষ বদলে যায়!পাল্টে ফেলে নিজেকে।
তার বর্তমান ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে অতীতের সাথে।
প্রশ্ন উঠে আসতেই পারে কি সেই অতীত?কেন পাল্টে যায় একজন?কি এমন ঘটনা যা একজনের সম্পূর্ন সত্ত্বা পাল্টে ফেলতে পারে।কে কে জড়িত সেই ইতিহাসে! আদেও কি সেটা ইতিহাস!
জানতে হলে চোখ রাখুন এই ধারাবাহিকে,যেখানে একটি সাধারণ ছেলের সম্পুর্ন বদলে যাওয়ার ইতিহাস বলা হবে,দেখানো হবে কারণ গুলো। কি ঘটেছিল তার সাথে,কে'ই বা দায়ী এই জন্য! সব প্রশ্নের উত্তর থাকছে ‛নিরুক্তি’ তে।উন্মোচন ঘটবে সবকিছুর!
কন্যা সন্তান এখনো আমাদের সমাজে অবহেলিত। কন্যা সন্তান জন্মের মতো সুখবর কিছু পরিবারের কাছে দুঃসংবাদ। যেমন করেই হোক তাদের পুত্র সন্তান চাই। এখনো আমাদের সমাজের অনেক পরিবার চায় ক
কন্যা সন্তান এখনো আমাদের সমাজে অবহেলিত। কন্যা সন্তান জন্মের মতো সুখবর কিছু পরিবারের কাছে দুঃসংবাদ। যেমন করেই হোক তাদের পুত্র সন্তান চাই। এখনো আমাদের সমাজের অনেক পরিবার চায় কেবল পুত্র সন্তান। এমনই এক কাহিনি নিয়ে লেখা কন্যা। এক ঘটনায় মুহুর্তে বদলে যায় বেলি নামক এক মেয়ের জীবনের গল্প। একদিকে বেলির দুর্বিষহ জীবন অন্যদিকে পরিবারের একমাত্র পুত্র সন্তান নিবিড়ের জীবন। দুটো বিপরীতমুখী জীবন মিলে যাওয়ার গল্প কন্যা।
সাহিত্যের মধ্যে ডুবে যান,
কাল্পনিক দুনিয়ায় পাড়ি দিন।
নতুনত্বের স্বাদ গ্রহণ করুন।
ভালো লাগলো কিনা সেটা নাহয় পড়েই জানাবেন।
সাহিত্যের মধ্যে ডুবে যান,
কাল্পনিক দুনিয়ায় পাড়ি দিন।
নতুনত্বের স্বাদ গ্রহণ করুন।
ভালো লাগলো কিনা সেটা নাহয় পড়েই জানাবেন।
#অনুভূতিরা মৃত
#রাবেয়া বসরী
-পুরো আকাশ যেন লাল,নীল,হলুদ,কমলা,সাদা রঙের মিশ্রনে একত্রিত হয়েছে।কোনো এক শিল্পী যেনো নিজ হতে হাজার রঙ তুলির আঁচড়ে পুরো আকাশ একটু পর পর নতুন ন
#অনুভূতিরা মৃত
#রাবেয়া বসরী
-পুরো আকাশ যেন লাল,নীল,হলুদ,কমলা,সাদা রঙের মিশ্রনে একত্রিত হয়েছে।কোনো এক শিল্পী যেনো নিজ হতে হাজার রঙ তুলির আঁচড়ে পুরো আকাশ একটু পর পর নতুন নতুন রুপে সাজাচ্ছে।বেশ লাগছে দেখতে।সন্ধা নেমেছে বেশ খানিকক্ষণ আগে।ধীরে ধীরে সূর্যিমামা রাতের অন্ধকারে আঁড়াল করে নিয়েছে নিজেকে।ঠিক আমি যেমন একটু একটু করে সব কিছু থেকে নিজেকে আড়াল করে নিচ্ছি তেমন।এই জাইগাটাই আমার আর সূর্যিমামার বড্ড মিল।হয়তো এই সূর্যিমামার লুকোচুরি শেষ হবেনা কোনো দিন। কিন্তু আমি একদিন ঠিকই হারিয়ে যাব ওই গহীন মাটির অতলে।সেদিন রাতের আকাশের জলন্ত তাঁরা হয়ে মিট মিট করে জ্বলবো আর তোকে দেখবো উৎস!
-দুই বন্ধুর মাঝে খুনশুটি পনা নিয়ে গড়ে উঠেছে মূলত গল্পটা।ছোটবেলা থেকে উৎস আর প্রকৃতি পাশাপাশি বাসায় বড় হয়েছে।তাদের মাঝে বন্ধুত্ব যতটা না তার থেকে বেশি যেন শত্রুতা।দুজন এক মুহূর্ত মারামারি না করে যেন থাকতে পারেনা।
বন্ধুত্বটা এক সময় ভালোবাসা হিসেবে ধরা দেয় প্রকৃতির কাছে।ওদিকে উৎস অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে।এক জ্বালাময়ী সময়ের মাঝে আটকা পড়ে বেচারি প্রকৃতি।বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে উৎস কে নিজের ভালোবাসার কথাও বলতে পারেনা।এক সময় দুরত্ব বাড়তে থাকে।
এক বিরহ মাখা সময়ের মধ্যে দিয়ে সব শেষে মিল হয় দুই বন্ধুর।এটাই মূলত অনূভূতিরা মৃত উপন্যাসের মূল কাহিনী।
তরুণ কবি/লেখকদের উৎসাহিত করার জন্য,এবং তাদের সৃষ্টি অসংখ্য পাঠক/পাঠিকাদের হাতে তুলে দেওয়ার জন্য নিশাচর সোসাইটির এই বিশেষ উদ্যোগ।
এই বইটিতে বেশ কিছু তরুণ ও বেশ কিছু নিয়মি
তরুণ কবি/লেখকদের উৎসাহিত করার জন্য,এবং তাদের সৃষ্টি অসংখ্য পাঠক/পাঠিকাদের হাতে তুলে দেওয়ার জন্য নিশাচর সোসাইটির এই বিশেষ উদ্যোগ।
এই বইটিতে বেশ কিছু তরুণ ও বেশ কিছু নিয়মিত লেখক/লেখিকাদের সৃষ্টি থাকছে।
আপনারা সেগুলো পড়ুন,তাদের আরো বেশি ভাবে উৎসাহিত করুন।
আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগবে আশা করি।
ইতি-
প্রেসিন্ডেন্ট অফ নিশাচর সোসাইটি
ও
এডিশনাল সেক্রেটারি অফ নিশাচর সোসাইটি
এই কবিতা গুলোর মধ্যে আমরা কিছু মানুষের আত্মকথা জানবো। যার মধ্যে ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার গোপন কিছু কথা থাকবে।
থাকবে কিছু নিঃশব্দ কান্না,গুমরে মরা হাহাকার। আত্ম হ
এই কবিতা গুলোর মধ্যে আমরা কিছু মানুষের আত্মকথা জানবো। যার মধ্যে ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার গোপন কিছু কথা থাকবে।
থাকবে কিছু নিঃশব্দ কান্না,গুমরে মরা হাহাকার। আত্ম হত্যার নজির। মানসিক ভাবে পীড়িত হওয়ার কাহিনী।
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.