কবিতায় এখনো লেখা হয়নি মুজিবের নাম। মুজিব নিয়ে আরও লেখা হোক কবিতা আর গান। ধ্রুপদী সময়কে ধারণ করা এই মানুষটার জীবন চর্চা করেত হলে তাই বেশি বেশি তাঁর কথা বলতে হবে। বর্ণিল বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে হবে তাঁর জীবনোচ্ছ্বাস। তাতে ভরে উঠবে আমাদের নতুন আলোর ঘর।