প্রিয় আব্বু,
তুমি হলে আমার অনুপ্রেরনা ও আত্ম-স্ংযমের উৎস।
আমি যত বড়ই হয়ে যায় না কেনো আমি জানি আমার সব সমস্যায় তুমি আমার পাশে থাকবে ।
আমার সকল বিপদে শক্তি পাই যখন এটা মনে পরে যে আমার সাথে তুমি আছো যে কোনদিনই আমার হাত ছারবে না ।
তুমি কোনো দিন আমাকে কোনো কিছুতেই বাধা দাওনি ,তুমি আমাকে সবসময় বলেছ যে আমি ঠকলে শিক্ষা পাবো।এবং আমি ঠিক করলে আমার জয় হবে ।