শিক্ষা : এম. এস.সি (গণিত শাস্ত্র) , এম.এস. সি (কম্পিউটার সাইন্স). সেকেন্ডারি এবং হাইয়ার সেকেন্ডারি তে ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত।
মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার (এম.সি.এস.ই) এবং মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম এডমিনিস্ট্রেটর ডিগ্রী(এম.সি.এস.এ) প্রাপ্ত।
অভিজ্ঞতা : ১৫ বছরের বেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বি.টেক ,বি.সি.এ, বি.বি.এ ,এম.সি. এ ছাত্রদের শিক্ষাদানে সাহায্য করে আসছেন। বর্তমানে গণিত শাস্ত্রের সহ-অধ্যাপক হিসেবে কর্মরত। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালে তার প্রকাশিত পেপার গুলি সবই বায়োইনফরম্যাটিকস এবং স্ট্যাটিসটিকাল ডেটা মাইনিং এর উপর।
প্রকাশিত বই : বিসনেস ম্যাথমেটিক্স। পার্ট- ১.(হিমালয়া পাবলিশিং হাউস)(আই.এস.বি. এন :৯৭৮-৯৩-৫১৪২-৯২০-৩)