কতকিছু আমাদের চতুর্পার্শ্বে ডানা মেলে উড়ে বেড়ায়। আর তার গঠন এবং নির্মাণ শুধুমাত্র আমাদের ধারণা বা কল্পনা প্রসূত। সেই ডানা মেলা ধারণা গুলি রাতের অন্ধকার যত গভীর হয় তাদের দানার ছায়া যেন দীর্ঘতর হয়। এমনি কিছু সত্য অসত্য, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কল্পনার আখরে কিছু ভৌতিক কাহিনী পাঠকের মনোরঞ্জনের চেষ্টায় রচিত - 'রাতের ডানা' নামক এই সংকলনটি। এই গল্প গুলিকে পাঠক নিতান্তই মনোরঞ্জনের উপাদান হিসাবে গ্রহণ করলে এই গল্প গুলির প্রতি সুবিচার করা হবে, বলে আমার ব্যক্তিগত ধারণা।