সকল পাঠকদের জন্য আমার শুভকামনা এবং অনেক ভালবাসা, আমি জানি না আমার জীবনে লেখা এই প্রথম বইটির কী হয়েছিল, যদিও এই সিদ্ধান্তটি কেমন লাগলো তা জানাবে। বিভিন্ন জায়গায় কবিতা একই রকম, তাই রংধনুর সাত রঙ আর মনের সাত রঙকে ভালোবাসার প্রতীক বানিয়েছি বইটিতে। তাই এর নাম! .. না বুঝলে কিছু বলবেন না
ক্যান এই নামটি আমার জীবনের সাথে কিছুটা মিল রয়েছে, তাই আমি এই নামটি নিজেকে সেই জায়গা ভেবে রেখেছি।