অরূপ আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। সে যখন তার স্নাতকত্ব লাভ করে কলেজ থেকে বের হওয়ার পথে, সেই সময়েই দেখা হয় মীরা দে-র সঙ্গে। তার সাথে দেখা হওয়ার বেশ কিছুদিন পড়ে অরূপ জানতে পারে, মীরা একজন স্কিজোফ্রেনিয়্যা আক্রান্ত ব্যাক্তি।
মীরা একজন স্কিজোফ্রেনিক জানা সত্ত্বেও, অরূপ কি তাকে ভালোবেসে ফেলবে? নাকি তাকে ছেড়ে দেবে!
মীরা এবং অরূপের এই ভালোবাসার কাহিনী জানতে হলে পড়তে হবে সায়ন বণিক-এর লেখা প্রথম উপন্যাস 'আমায় কখনও ছেড়ে যাবে না তো?'