বিমূড় যুগের বিভ্রান্তিকর পরিস্থিতির সাক্ষ্য রেখে যে কবি সবার অলক্ষ্যে রেখে গিয়েছিলেন এক অনন্য ভাবমূর্তি,একানন্য শৈল্পিকসত্তা-সেই অনন্য কবির জীবনালেখ্যকে সাক্ষ্য করেই তারই প্রেক্ষাপট জুড়ে আমার একান্ত ইচ্ছামূর্তির বহি:প্রকাশ এই কবিতা সংকলনটি-'চাঁদবাবুর চারচৌকি' সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি|যাতে আমার জীবনের নানা জটিলতা,প্রতিবন্ধকতা ও হতচ্ছেদ্যতার চিত্ররূপকতাময় জগৎ, শৈলীরূপে এই কবিতা সংকলনটিতে প্রকাশিত হয়েছে|