আধুনিক তথা উত্তর আধুনিক পর্বের কাব্যে অন্যতম প্রধান দুই উপজীব্য বিষয় একাকিত্বের কথন আর অবদমিত বিদ্রোহের স্ফুরনের আকুতি। হয়তো আধুনিক জীবনের জটিল পরিস্থিতি এই ধরনের বিষয়বস্তু গুলিকে কাব্যের প্রধান উপজীব্য হয়ে উঠতে অনুঘটকের কাজ করেছে। অন্যদিকে কবি মনের গভীর আবেগ এবং অনুভূতির বিমুর্ত প্রকাশের আকুতিতে কাব্যগ্রন্থন হয়ে ওঠে বিচিত্র বাক্য বিন্যস্ত। 'সাহিত্য কাল পুরুষ'-এর পক্ষ থেকে প্রকাশিত এই কাব্য সংকলনটি বর্তমান এই উত্তর আধুনিক কালের কিছু কবিদের কাব্য নিয়ে গ্রথিত হয়েছে। এই কাব্য গুলোর মধ্যেও যদি লক্ষ্য করা যায় ওই দুই ধারার প্রাধান্য বর্তমান।