1881 থেকে 1941, ষাটটি বছরে, মৃত্যুকে দেখেছেন কবি যত রকম করে
-যত পথ দেখিয়েছেন মৃত্যু হতে মুক্তি লভিবারে -
দিয়ে গেনু সবটাই তেষট্টি টি কবিতায় ভরে II
চতুর্দশ অধ্যায়ে সুগ্রন্থিত রবি-কবির মৃত্যুঞ্জয়ী বাণী ,
মৃত্যু-শোক-দীর্ণ প্রাণে শক্তি শান্তি সান্ত্বনার সুধা দিক আনি .
মানবের হৃদয়ের এইটুকু সাধ -
আশা করি মেনে নেবে মৃত্যুর জল্লাদ I