নেট ফড়িং এর পক্ষ থেকে আমাদের লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ এলেই বাঙালির মন নষ্টালজিক হয়ে ওঠে তা বলাই বাহুল্য মাত্র। একটা সময় ছিল যখন নতুন বছরের শুরুর দিন প্রিয় মানুষ, বন্ধুদের হাতে আঁকা ছবি ও কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানানো হত। তার মধ্যে অন্যরকম এক ভালোবাসার ছোঁয়া ছিল। আজ সেটাই সোশ্যাল মিডিয়ার মেসেজের মধ্যে সীমাবদ্ধ। সেই আন্তরিকতা কোথায় যেন হারিয়ে গেছে। ইংরেজি ক্যালেন্ডার ধরে সমস্ত কাজ করতে অভ্যস্ত হয়ে যাওয়ায় বেশীরভাগ বাঙালির বাংলা ক্যালেন্ডারের সীমারেখা পয়লা বৈশাখ আর ২৫শে বৈশাখেই সীমাবদ্ধ। নেট ফড়িং নববর্ষ সংখ্যা মুদ্রণ সংখ্যার আঙ্গিকে প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। তারপর প্রতি বছর অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে নববর্ষ সংখ্যা। পাঠকদের অনুরোধ মেনে নেট ফড়িং এর বিশেষ বিশেষ সংখ্যাগুলো এখন মুদ্রণ সংখ্যা হিসেবেই প্রকাশিত হচ্ছে। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলা নতুন বছর সকলের ভালো কাটুক।