এই কাব্য গ্রন্থে অলকানন্দা ও দেবপ্রয়াগ- দুটি চরিত্রের আশা আকাঙ্খা ও বেদনার মেঘ ভার এবং ওদের জীবনে এগিয়ে চলার সংগ্রাম ও মিলিত হওয়ার দুর্দমনীয় আকাঙ্ক্ষা ও প্রেম বিরহের আখ্যান বিধৃত হয়েছে ।
অবশেষে দুটি হৃদয় মিলিত হয়ে এক মহাজাগতিক অনুভূতির জন্ম হয় । জন্ম হয় গঙ্গা নদীর মতো পবিত্র এক বিশ্বমানবতার - যে আকাঙক্ষা ওরা করে - দুটি সংগ্রামী হৃদয় ।
মানুষে মানুষে ভেদা ভেদ, মানুষের বিচ্ছিন্নতাবোধ, অধিকার ও আধিপত্য অর্জনের অনৈতিক প্রচেষ্টা - পৃথিবীর শান্তি কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত ।
বাঁচার তাগিদে মানুষের পথ চলা - সে এক সংগ্রামী বোধ, যা তাকে নিয়ে যায় সমস্ত বঞ্চনা, হৃদয় বেদনা এবং হতাশাকে জয় করে এগিয়ে চলতে এবং বাঁচতে শেখায় সমস্ত প্রতিকূলতার বিপক্ষে দাঁড়িয়ে ও।