মুজিব মানে আগুনপথে অনিশ্চিত যাত্রা। কল্পনা করতে পারেন, যে বয়সে সবাই স্ত্রী সন্তান, জমি, বাড়ি, ব্যাংক সঞ্চয়, বীমা, গাড়ি, ছেলেমেয়েদের পড়াশোনা, বড় বড় ডিগ্রি; এসব নিয়ে ভাবে সেই বয়সে এই মানুষটা পুরো একটা জাতির মুক্তি নিয়ে ভেবেছেন। আর সেই জাতি পরে ওনাকে কবর উপহার দিয়েছেন। এই বইটা তারই রোনাজারি।