কবি লতিফুর রহমান প্রামানিকের জন্ম ১ জানুয়ারি। বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দঃ মুকসুদপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শহরের স্কুল কলেজে পড়াশোনা শেষে ইংরেজি সাহিত্য আর আইনে উচ্চতর পড়াশোনা সমাপ্ত করে আইনজীবী হিসেবে যোগদান ২০০৮ সালে যা অদ্যাবধি রয়েছে। স্কুলে থাকতে কবিতা, গল্প লেখার হাতেখড়ি। এরপর প্রায় কুড়ি বছর কলম থমকে ছিলো। বছর তিনেক থেকে পুনরায় লেখার জগতে ফিরে আসা সেই থেকে চলছে আজ ও। অসংখ্য কবিতা আর গল্প ভারতীয় বিখ্যাত প্রতিলিপি, দেশের বাংলা কবিতা ডট কম, সহ বিভিন্ন অনলাইন পত্রিকা আর সাহিত্যের প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। যৌথভাবে তিনটি কবিতার বই স্বপ্ন আমার কবি হবো, জ্যোৎস্না জলের কাব্য আর জন্মশতবর্ষে শেখ মুজিব বের হয়েছে।