অসাধারণ প্রতিভার অধিকারী ফয়েজ আহমেদ ফয়েজ উর্দু কবিতার জগতে একজন প্রবাদ প্রতিম কবি। বাংলা ভাষায় অনূদিত এই বইটির বিশেষতঃ হচ্ছে এই, যে মূল উর্দু কবিতাগুলিও বাংলা হরফে লেখা আছে যাতে উর্দু পড়তে না জানলেও উর্দু ভাষায় কবিতার রসাস্বাদন করতে অসুবিধে হবেনা। ফয়েজের কবিতাগুলির প্রতিটি ছত্র থেকে ঝরে পড়ে চোখের জল, রক্ত, দীর্ঘ নিশ্বাস আর স্বদেশের অবহেলিত পদদলিত মানুষের প্রতি অসীম ভালোবাসা। আছে ছন্দের ব্যঞ্জনা, অপরূপ শব্দ চয়ন, দর্শন – আর নির্ভীক প্রতিবাদ। এর জন্য বার বার তাঁকে কারারুদ্ধ করা হয়েছে। অসম্ভব আশাবাদী মনোভাব নিয়ে জেলে বন্দী থাকা কালীন অবস্থাতেও ফয়েজ কতকগুলি অনবদ্য কবিতার সৃষ্টি করেছেন। মানুষ মানুষীর প্রেম উত্তীর্ণ হয়ে মিশে গেছে দেশপ্রেমের সঙ্গে।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners