শিক্ষকের চাকরি সবসময় একটি মহান পেশা। এই পেশায় সমাজের সেবা করার সবচেয়ে বেশি সুযোগ থাকে। এই মহান পেশায় যুক্ত হওয়ার জন্য SLST এক্সামিনেশন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিটি SLST এক্সামেই বাংলা বিষয়ের সহকারি শিক্ষক পদের জন্য পর্যাপ্ত ভ্যাকান্সি থাকলেও আবেদনকারীর সংখ্যা প্রচুর হয়। তাই নতুন সিলেবাস অনুসারে সমগ্র বিষয়ের জ্ঞান না থাকলে পরীক্ষায় সফল হওয়া খুব কঠিন। বাংলা বিষয়ে সমস্ত পাঠকের ভীতি দূর করা এবং SLST পরীক্ষায় সফল হওয়ার চাবিকাঠি আপনাদের প্রদান করাই এই বইয়ের প্রধান উদ্দেশ্য।
এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়গুলি-
১) সমগ্র বিষয়ের সিলেবাস ভিত্তিক আলোচনা।
২) সমগ্র বিষয়ের নতুন প্যাটার্ন অনুসারে অসংখ্য MCQ প্রশ্ন উত্তর।
৩) অল্প সময়ে সুবিশাল সিলেবাস কভার করার জন্য সু-পরিকল্পিত পাঠরচনা।
৪) পদ্য, গদ্য, নাটক, প্রবন্ধ সহ সমস্ত রচনার মূল সাহিত্যরসকে পরীক্ষার্থীদের অন্তস্থ করানো।
৫) বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরনের বিস্তারিত আলোচনা।
এই বইটি এবং আপনাদের পরিশ্রমই একমাত্র পারে, আপনাদেরকে SLST পরীক্ষায় সফল করে তুলতে। তাই নবম ও দশম শ্রেনীর জন্য পাঠ্য বই যথা- সাহিত্য সঞ্চয়ন, সহায়ক পাঠ (প্রোফেশর শঙ্কুর ডায়েরি, কোনি) এবং সাহিত্য সম্ভার এর সাথে 'এস.এল.এস.টি. বাংলা প্রস্তুতি' বইটিকে যথাযথভাবে পড়ুন পরীক্ষায় সফল হওয়ার জন্য।