সময়ের পাখায় ভর করে ঘুরছে পৃথিবী।মায়ার সংসারে ভালোবাসার ঠিকানা নিয়ে জীবন চক্র,সময়ের ইশারায় খসে পড়ে মুহূর্ত। সেই মুহূর্ত কে লেখনী দিয়ে ধরে রাখার চেষ্টা আমার । মনের আঙ্গিনায় খসে পড়া এক উড়ন্ত পালকের অভিব্যক্তি।
ছোট বেলা থেকে সংগীত কে সঙ্গে নিয়ে পথ চলা কলমে তখন হিজিবিজি, ভেতর ঘরে মাঝে মাঝে কিছু শব্দ ছুঁয়ে যেত, কিন্তু প্রকাশের ভাঁজে জমা হতো সেই সুর আর তাল। দেখতে দেখতে জীবনের বিরাট একটা সময় পার করে দিলাম, ভাবনার ছইয়ে বসে। পরন্ত বেলায় এসে ঈশ্বরের সঙ্গ পেলাম , দু চার লাইন লিখে তাঁর পায়ে অঞ্জলী দেওয়া, ব্যাস এই টুকুই আমার কথা।