কবি আর শিক্ষক, এই দুই জাতের মানুষ হল হাওয়া খাওয়া জাত। সবাই এঁদের মাথায় হাত বুলিয়ে বড় লোক হয়ে যায়। আর এই দুই জাতের প্রাণী চিরকাল ঐ আলু আর মুলো খেয়েই সার। কবিতা আর কলমকে যারা আপন করে নেয়, তাঁরা কেবল আগুন, পানি আর হাওয়া ফ্রি পায়। তাঁরা আলোকের যাত্রী, এটা বুঝতে বাঙালি আরও এক সহস্রাব্দ সময় নেবে। কবি আর শিক্ষকরা আত্মহত্যা করা যীশুর ঝুলন্ত লাশ।