আজ থেকে বছর খানেক আগে ১২ ই জুন ২০২১, সাহিত্যচর্চাকে
আনন্দের আকর ভাবা আমরা কয়েকজন বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হয়ে ফেসবুকের পাতায় যেদিন “একান্তে” নামে একটি স্বাধীন মনন চর্চার দেয়াল গাঁথি, ভাবিনি এত অল্প ক’দিনেই তা এমন বিপুল সংখ্যক মুক্তমনা মানুষের মনের দর্পণ হয়ে উঠবে।একান্তে” বাস্তবেই সৃষ্টিশীল মানুষের একান্তে আত্মপ্রকাশের একটি অনন্য সাহিত্য মঞ্চ।
অবশেষে সমস্ত সদস্যের সেই আবেগকে যথাযোগ্য সম্মান দিয়ে আজএকান্তে পরিবারের ক্যালেন্ডারে হাজির হল সেই আনন্দের দিন। একান্তে পরিবারের নিজস্ব মুদ্রিতপত্রিকা “একান্তে লিপিলেখা” র আত্মপ্রকাশ।