'গল্পের মান্দাস' অবশেষে দুই মলাটে ধরা পড়লো। সময় ভেলায় ছুটে চলা নিজস্ব কথামালার নির্দিষ্ট কিছু অবয়ব থাকে। কিছু গল্প এই মান্দাস উৎরে যায়। আপাত অপরিচিত লেখক কিংবা স্বনামধন্য লেখককে তাই বেছে নিতেই হয়। এইরকমভাবে কিছু গল্প বেছে নিতে হল বর্তমান সংকলনের দুই মলাটে।