শিশুরা খেলতে খেলতে বড় হয়। চারপাশের জগৎটা ওদের জ্ঞানের ভাণ্ডার, আনন্দের রসদ। ওদের কৌতূহলী চোখ ওদের কৌতূহল পিপাসা মেটায়; কল্পনায় ভাসায়। ওরা কল্পনায় অসম্ভবকে সম্ভব করে নতুন পৃথিবীকে আবিষ্কার করার চেষ্টা করে – যেখানে কোন দুঃখ নেই, আছে কেবল আনন্দ। সেই আনন্দঘন কল্পনাকে সঙ্গী করেই তারা বড় হয়। বড় হয়ে নতুন আবিষ্কারে মন দেয়। দেশ এগিয়ে চলে, পৃথিবী আরও ধনী হয়। তাই শিশু থেকে কৈশোরে পা দেওয়ার মুহূর্তগুলোকে নানা বৈচিত্রের রঙে রাঙিয়ে, কখনও হাস্যকৌতুক সংযোগে তাদের মনকে ছুঁয়ে, বাস্তবের সাথে কল্পনা মিশিয়ে এক চিরনতুন জগৎ সৃষ্টির উদ্দেশ্যে নিয়েই ‘কথা’ বইটি রচিত হয়েছে। ‘কথা’ কে সঙ্গী করে শিশু, কিশোর পাঠকেরা একদিন তাদেরই চেনা জানা পৃথিবীর রহস্যে মোড়া অরণ্য, পাহাড়, নদীকে ঘিরে আবিষ্কারের নেশায় মেতে উঠবে।।