সিতাংশু শেখর বিশ্বাসের জন্ম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এক গ্রামে,ছোটবেলা থেকেই তার সংস্কৃতিক পরিবেশের মধ্যে বেড়ে ওঠা যা তার মা বাবার সৃষ্ট | গ্রাম বাংলার প্রকৃতি প্রেম, ভালোবাসার সম্পর্ক তার কাছে খুব ই নিবিড়, ভালোবাসায় বিশ্বাসী তিনি | জীবনের নানা টানাপোড়েনের মাঝে, স্বপ্ন দেখে স্বপ্ন ভোলার বাহানায় তার পথ চলা, ইতিমধ্যে তার দুটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে, "ভোরের শিশিরকণায় সাঁঝবাতি", "বসন্তের অনুভূতিমালা" যা জনপ্রিয় হয়েছে | লেখালেখি, আবৃত্তি, গান তার ছেলেবেলা থেকেই প্রিয়, বর্তমানে তিনি একজন পরমাণু গবেষক | এই বইখানি পাঠক পাঠিকাদের ক্ষনিকের আনন্দ দিতে পারলে আমাদের শ্রম সার্থক হবে |