ছোট্ট একটা ঘটনা ঢাকতে গিয়ে সেটা ডাল পালা বিস্তার করে যে কতো বিশাল ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে সেটা আমরা ভাবি না। নিজের মায়াবতীটা কষ্ট পাবে, এই ভেবে যে ঘটনাটা বেমালুম চেপে গিয়েছিল রাহাত, সেটাই কাল হলো শেষমেশ--। তবুও দিনশেষে জয় হয় ভালোবাসার। অভিমানের মেঘের আড়াল থেকে ভালোবাসার সূর্যটা ঠিকই ঝিলিক দিয়ে হাসে প্রেমাকাশে।