বর্তমান এই পৃথিবীময় অশান্তির সময়তে সজীব এবং যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মেঘদুত সাহিত্য পত্রিকা।মেঘদূত সাহিত্য পত্রিকার তার পক্ষপাতিত্বহীন এবং মানসম্মত লেখা প্রকাশের জন্য ইতিমধ্যে তার সুনাম অর্জন করেছে। তাই আমরা কিছু সাম্প্রতিকতমকবি ও সাহিত্যিকদের লেখা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার বিনীত প্রচেষ্টা করলাম।