"অনুভবে তুমি" একটি প্রেমের কবিতা সংকলন। এই সংকলনের কবিতা গুলিতে ছত্রে ছত্রে অনুভব, আবেগ, অনুভুতির ছোঁয়া পাওয়া যায়। প্রতিটি কবিতাতেই সেই প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার এক নিদারুন চিত্র অঙ্কিত হয়েছে। পাঠককুল ও যে তার আস্বাদ পেতে চলেছে, তা তারা পড়লেই অনুভব করতে পারবে।