Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
একটা অগোছালো বাগানে , আমরা হঠাৎ করেই কেমন একত্রিত। মিশে গেলাম সারি সারি ঘাসের মেলায়। যে ঘাসের মেলার এতদিন কোনো ঠিকানা ছিল না , আজ সেখানে ডাকঘর এসেছে। ডাকবাক্সে ঋতু দের চিঠি আ
একটা অগোছালো বাগানে , আমরা হঠাৎ করেই কেমন একত্রিত। মিশে গেলাম সারি সারি ঘাসের মেলায়। যে ঘাসের মেলার এতদিন কোনো ঠিকানা ছিল না , আজ সেখানে ডাকঘর এসেছে। ডাকবাক্সে ঋতু দের চিঠি আসতে শুরু করেছে। ঘাসে দের ফুল চোখ মেলেছে। ঘুমিয়ে পড়েছিল যে লজ্জাবতী তোমার স্পর্শে জেগে উঠেছে। এত পথ পথিক দের মাঝে কোনো সাজানো বাগিচা থেকে অবহেলিত হয়ে আজ এ বাগানে রূপের শোভা বাড়িয়েছে যে গোলাপ , সে গোলাপ আমাদের বাগানের নয়নের মণি। অপেক্ষা করছে আগামী বসন্তের সেখানেই আমরা সকলে মিলে যাব নব নির্মিত প্রেমের জোয়ারে। যে জোয়ারের উচ্ছাস মাখা ঢেউ এ সৈকতের বুকে আছড়ে যাবে , কিন্তু কখনো হারিয়ে যাবে না।
রাতের নীরবতার সাথে চিন্তন শীল মননের এক নিবিড় যোগাযোগ আছে। রাত যত বাড়তে থাকে ততই ঘনিষ্ঠতা বাড়ে কলোর সাথে ভাবনার। ভাবনার আকাশে তখন চাঁদের জোছনা ধারা, দূরে জোনাকির খেলা, ঝিঁ ঝি
রাতের নীরবতার সাথে চিন্তন শীল মননের এক নিবিড় যোগাযোগ আছে। রাত যত বাড়তে থাকে ততই ঘনিষ্ঠতা বাড়ে কলোর সাথে ভাবনার। ভাবনার আকাশে তখন চাঁদের জোছনা ধারা, দূরে জোনাকির খেলা, ঝিঁ ঝিঁ র ডাক অনুঘটক রূপে উপস্থিত হয়। এরা ঘনিষ্ঠতা কে আরো জোরালো করে তোলে। কিছু মানুষ যারা বেশি বলতে পারে না তারা কথা বলে রাত কালোর সাথে। তখন যত উত্থান পতন, আন্দোলন হরতাল , প্রেম বিয়োগ বিচ্ছেদ , পাওয়া না-পাওয়া, সমস্ত কিছুর যেনো একটা নিজে নিজে হিসেব নিকেশ মিটিয়ে ফেলার পাতা নিয়ে হাজির হয় এই রাত্তির।
রাতের ওই সময়ই যেনো এদের কাছে আদর্শ সময়। যেখানে কেবল তুমি আর তোমার মনের মাঝের সংশয়। তাই দিয়েই রাত লিখে যায় মুখচোরা দের চোখ নিঃসৃত কাব্য কথা।
ময়ুরাক্ষী!সবুজ বনানী ঘুরে অশান্ত সাগরের তীরে বালুকাময় বালির উপর রেখেছে আস্তানা।ময়ুরাক্ষী! বলে জীবনের কথা,জীবিকার কথা উদাস দুপুরের কথা।
ময়ুরাক্ষী! উদাস দুপুরের একলা ঘা
ময়ুরাক্ষী!সবুজ বনানী ঘুরে অশান্ত সাগরের তীরে বালুকাময় বালির উপর রেখেছে আস্তানা।ময়ুরাক্ষী! বলে জীবনের কথা,জীবিকার কথা উদাস দুপুরের কথা।
ময়ুরাক্ষী! উদাস দুপুরের একলা ঘাটের উপর শোনায় প্রেমের বাঁশি,বিষাদের যন্ত্রণা উপশমের উপায়।
ময়ুরাক্ষী! কোনো পথের উপর আন্দোলনের বলে কথা,দগ্ধ গগনে খালি পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন কথা শোনায়।
ময়ুরাক্ষী! শক্ত কোনো কঠিন গদ্যের পরিভাষা,তীব্র তেজে উঠে জ্বলে।
ময়ূরাক্ষী! তোমার আমার গল্প,ঠোঁটের কোনে লেগে থাকা কথা।
ময়ুরাক্ষী! সীমাহীন ভালোবাসা গগনে,পাখিদের ডানায় উড়া গল্প।
ময়ূরাক্ষী! ভালোবাসার,বিষাদের,প্রকৃতির সবার ময়ূরাক্ষী।
"অনুভবে তুমি" একটি প্রেমের কবিতা সংকলন। এই সংকলনের কবিতা গুলিতে ছত্রে ছত্রে অনুভব, আবেগ, অনুভুতির ছোঁয়া পাওয়া যায়। প্রতিটি কবিতাতেই সেই প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার এক নিদারু
"অনুভবে তুমি" একটি প্রেমের কবিতা সংকলন। এই সংকলনের কবিতা গুলিতে ছত্রে ছত্রে অনুভব, আবেগ, অনুভুতির ছোঁয়া পাওয়া যায়। প্রতিটি কবিতাতেই সেই প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার এক নিদারুন চিত্র অঙ্কিত হয়েছে। পাঠককুল ও যে তার আস্বাদ পেতে চলেছে, তা তারা পড়লেই অনুভব করতে পারবে।
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.