Share this book with your friends

POLASHI JOTSHNAR GOLPOGACHA / পলাশী জোৎস্নার গল্পগাছা

Author Name: Golpokatha Group | Format: Paperback | Genre : Poetry | Other Details

একটা অগোছালো বাগানে , আমরা হঠাৎ করেই কেমন একত্রিত। মিশে গেলাম সারি সারি ঘাসের মেলায়। যে ঘাসের মেলার এতদিন কোনো ঠিকানা ছিল না , আজ সেখানে ডাকঘর  এসেছে। ডাকবাক্সে ঋতু দের চিঠি আসতে শুরু করেছে। ঘাসে দের ফুল চোখ মেলেছে। ঘুমিয়ে পড়েছিল যে লজ্জাবতী তোমার স্পর্শে জেগে উঠেছে। এত পথ পথিক দের মাঝে কোনো সাজানো বাগিচা থেকে অবহেলিত হয়ে আজ এ বাগানে রূপের শোভা বাড়িয়েছে যে গোলাপ , সে গোলাপ আমাদের বাগানের নয়নের মণি। অপেক্ষা করছে আগামী বসন্তের সেখানেই আমরা সকলে মিলে যাব নব নির্মিত প্রেমের জোয়ারে। যে জোয়ারের উচ্ছাস মাখা ঢেউ এ সৈকতের বুকে আছড়ে যাবে , কিন্তু কখনো হারিয়ে যাবে না।

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

গল্পকথা গ্রুপ

গল্পকথা পরিবেশিত বর্ণমালা সাহিত্য পত্রিকা

একটা অগোছালো বাগানে , আমরা হঠাৎ করেই কেমন একত্রিত। মিশে গেলাম সারি সারি ঘাসের মেলায়। যে ঘাসের মেলার এতদিন কোনো ঠিকানা ছিল না , আজ সেখানে ডাকঘর  এসেছে। ডাকবাক্সে ঋতু দের চিঠি আসতে শুরু করেছে। ঘাসে দের ফুল চোখ মেলেছে। ঘুমিয়ে পড়েছিল যে লজ্জাবতী তোমার স্পর্শে জেগে উঠেছে। এত পথ পথিক দের মাঝে কোনো সাজানো বাগিচা থেকে অবহেলিত হয়ে আজ এ বাগানে রূপের শোভা বাড়িয়েছে যে গোলাপ , সে গোলাপ আমাদের বাগানের নয়নের মণি। অপেক্ষা করছে আগামী বসন্তের সেখানেই আমরা সকলে মিলে যাব নব নির্মিত প্রেমের জোয়ারে। যে জোয়ারের উচ্ছাস মাখা ঢেউ এ সৈকতের বুকে আছড়ে যাবে , কিন্তু কখনো হারিয়ে যাবে না।
   আজ এই বাগানের নরম ঘাসের উপর যে গল্পকথার আসর বসেছে , ভাব জমিয়েছি বর্ণমালার প্রতি বর্ণে বর্ণে। আমরা পথিক , আমরা পৃথিবীর বুঁকে হেঁটে বেড়ানো এক ঝাঁক স্বপ্নের ফেরিওয়ালা দেখে যাই পলাশী জোৎস্নার চাঁদের বুকে সেই গল্পবুড়ির–সেখানেই বসেছে গল্পকথার আসর। আর আমরা সেই রানার , ছুটে চলেছি মনের প্রান্ত ধরে কোনো বনানীর ভেতর কোনো নিশি জাগ্ৰত পেঁচার ক্রন্দন সংগ্ৰহ করে পৌঁছে দেব সেই পলাশী জোৎস্নার গল্পগাছায়‌।

Read More...

Achievements