একটা অগোছালো বাগানে , আমরা হঠাৎ করেই কেমন একত্রিত। মিশে গেলাম সারি সারি ঘাসের মেলায়। যে ঘাসের মেলার এতদিন কোনো ঠিকানা ছিল না , আজ সেখানে ডাকঘর এসেছে। ডাকবাক্সে ঋতু দের চিঠি আসতে শুরু করেছে। ঘাসে দের ফুল চোখ মেলেছে। ঘুমিয়ে পড়েছিল যে লজ্জাবতী তোমার স্পর্শে জেগে উঠেছে। এত পথ পথিক দের মাঝে কোনো সাজানো বাগিচা থেকে অবহেলিত হয়ে আজ এ বাগানে রূপের শোভা বাড়িয়েছে যে গোলাপ , সে গোলাপ আমাদের বাগানের নয়নের মণি। অপেক্ষা করছে আগামী বসন্তের সেখানেই আমরা সকলে মিলে