আমি ছবি আঁকি, তাই যা’ই দেখি আমি আমার চৌকো ফ্রেমে আটকে রাখি। সে আমাদের বাজারের সবজি বেচা চাঁদু বা ব্যাংকের টাই আঁটা বড়বাবু। তারা হাসে, কথা বলে অথবা গম্ভীরভাবে জ্ঞান দেয়। যেমন শ্যামবাজারের মোড়ে বিহারীলাল ভিক্ষা চায় আর আতালি চায়ের দোকান দেয়। এদের জীবন ধারণের জন্য এক এক জীবন, ভুল ঠিক ভালো-মন্দ বলে হয়তো পৃথিবীতে কিছু নেই। তার সবটাই আপেক্ষিক।
জানিনা, এসব শেষ মেশ গল্প হয়ে উঠলো কিনা! সে কথা আপনারাই বলবেন। আমি শুধু যা দেখেছি, যা শুনেছি, তাই লিখে দায় সেরেছি। তাই বিচারের দায়'ও সেই পাঠকের হাতেই তুলে দিলাম। যদি তা একজন পাঠকেরও ভালো লাগে, তবে এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।