সৌরভ সরকার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। দার্জিলিং সেন্ট জোসেফ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। আগে তিনি একজন কবি। তার কবিতা এখন পর্যন্ত ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ত্রিনিদাদ প্রভৃতি দেশে প্রকাশিত হয়েছে। দ্য কমন এরা লিটারেচার বা কমন লিটারেচার শব্দটি কবি সৌরভ সরকার 24শে অক্টোবর 2021-এ তৈরি করেছেন।