এই বইয়ে আছে তিনটি গল্প, যার প্রথম দুটোই রিপুর বশে নিরীহ সাধারণ মানুষও কেমন না-মানুষ হয়ে ওঠে তার প্রমাণ রাখার চেষ্টা করেছি, আর তৃতীয় কাহিনীটা তো একাধারে তিনটে কাহিনীর শৃঙ্খলে গড়ে ওঠা নিছক ঘটনাবলী, যার সাক্ষী এই কলকাতা শহর নিজেই, বাস্তব হলেও যার স্বাদ পাঠকদের শিহরিত করবে বলে আশা রাখি। পাঠকের ভালবাসাই লেখার একমাত্র কাঙ্ক্ষিত প্রাপ্য, পাঠকবর্গের গ্রহণযোগ্য হয়ে ওঠাই তার লক্ষ্য, তবেই না লেখার সার্থকতা। পাঠকের দরবারে স্বীকৃতিলাভ করলেই নিজের পরিশ্রম সার্থক বলে মনে করবো।