এই বইটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত হলেও যে কোন বয়সের ছাত্র-ছাত্রী এবং শিক্ষাবিদ ও শিক্ষক শিক্ষিকা এই বইটি থেকে নতুন পদ্ধতিতে নামতা সহজেই শিখতে পারবেন । প্রতিটি ধাপ অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং যুক্তি সম্মত ভাবে ব্যাখ্যা করা হয়েছে । অলীক কল্পনা অবাস্তব উদাহরণ পুস্তকটির মধ্যে রাখা হয়নি । নামতা শেখার ক্ষেত্রে বইটি যে অত্যন্ত সহায়ক হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই । সকলকে অনুরোধ করা হচ্ছে বিস্তারিত বিবরণের জন্য 'লেখকের নিবেদন' এবং 'শিক্ষক-শিক্ষিকার' কর্তব্য অংশ দুটি ভাল করে পড়ে নেওয়ার জন্য । বিজ্ঞানসম্মত এবং যুক্তিসম্মত পদ্ধতিতে নামতা শেখার একমাত্র বই 'এসো দেখি নামতা শিখি ' ৷এই বইটি মূল বইটির একটি সংক্ষিপ্ত রূপ। মূল বইটির পৃষ্ঠা সংখ্যা ৮৮। এই বইটির পৃষ্ঠা সংখ্যা ৬০ ।এই বইটির একটি সাদা কালো সংস্করণও পাওয়া যায় ।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners