এক নতুন গোয়েন্দা ভুবন মল্লিককে পাঠকদের সামনে তুলে ধরলাম এই বই এর মাধ্যমে। বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করার পেছনে কিছু কিংবদন্তি লেখকদের লেখা গোয়েন্দা গল্প রয়েছে। বাঙালি পাঠকের কাছে গোয়েন্দা গল্প চিরকালই খুব পছন্দের। ব্যোমকেশ, ফেলু দা থেকে একেন বাবু - সকলেই বাঙালির অত্যন্ত প্রিয় পাত্র। এদের মতন ভুবন মল্লিক সকল বাঙালি গোয়েন্দা প্রেমীর পছন্দের গোয়েন্দা হয়ে উঠবেন, এই আশায় পাঠকদের আমার এই উপহার।