You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palহে অর্জুন ! সমস্ত কর্মের মূল জ্ঞানে অন্তর্নিহিত থাকার কারণে দ্রব্য যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ | (গীতা )
বিগত আশি বছর ধরে রামযস সংস্থান বিদ্যা বিস্তার এর জ্ঞান যজ্ঞ করে চলেছে | আজকে আমাদের সংস্থা ১৮ টি বিদ্যালয় এবং একটি মহাবিদ্যালয় সাফল্যের সহিত সঞ্চালন করছে | আমাদের আদি সংস্থাপক লালা কেদারনাথের উদ্দেশ্যই ছিল আধুনিকতা এবং ধারাবাহিকতার মধ্যে সমন্বয় স্থাপিত করা |আমাদের ছাত্ররা ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক বিজ্ঞান মুখী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এটাও তিনি চাইতেন | তাঁর এই সমন্বয় বৃত্তি আমাদের সমস্ত বিদ্যা বিস্তার এর কাজে পথ প্রদর্শক | সেই অনুপ্রেরণা নিয়েই রামযস সস্থান জাতীয় ঐক্য, সর্ব ধর্ম সম ভাব আর চরিত্র নির্মাণ এর ক্ষেত্রে যোজনা বদ্ধ হয়ে কার্যরত |
গীতা জ্ঞান প্রবেশিকা প্রকাশিত করা এই উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের একটি প্রচেষ্টা | আমাদের এক প্রবীণ অধ্যাপক ড. রামচন্দ্র প্রধান এই পুস্তিকাটি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করেছেন | মহান শিক্ষাবিদ ড. কারণ সিংহ এই পুস্তিকাটির পুরোবাক্য লিখে আমাদিগের উপর অনুগ্রহ প্রকাশ কারেছেন |
গীতা সর্বকালের সর্বধর্ম সমভাবের গ্রন্থ| গীতা তে বর্ণিত ঐশ্বরিক সম্পদ, ত্যাগ , সন্যাস আর কর্ম যোগের মূর্ত প্রতীক ছিলেন রায় কেদারনাথ | আমার দৃঢ বিশ্বাস যে ছাত্ররা এই পুস্তিকার মাধ্যমে গীতার সম্যক জ্ঞানের সাথে সাথে রায় সাহেবের জীবনের সহিত পরিচিত হওয়ার সুযোগ পাবে | আমাদের সংস্থা প্রতি বছরই শিক্ষা পূর্ণ করে থাকে এমন ছাত্র দের এই বইটি বিনা মূল্যে দিয়ে থাকে যাতে তারা নিজের জীবন পথে সংস্থার মহান পরম্পরা থেকে শিক্ষা পেতে পারে |
ড. রামচন্দ্র প্রধান, Chandan Sukumar Sengupta
অনুবাদকের পরিবার একটি স্বাধীনতা সংগ্রামীদের পরিবার | ওই পরিবারের সদস্যরা দেশের স্বাধীনতা সংগ্রামে নানাভাবে যুক্ত থেকেছেন | সেই সুবাদে শ্রীঅনুবাদক, শ্রী চন্দন সুকুমার সেনগুপ্ত তাঁর ছাত্রাবস্থাতেই বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত হন; সারন্দা, তাতিবা, সিংহভূম ইত্যাদি স্থানে আদিম জানজাতির কল্যাণ যোজনা থেকে শুরু করে ক্রমাগত ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম বঙ্গ, আসাম, অরুনাচল, উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন | স্বর্গীয় রাধাকৃষ্ণ বাজাজের প্রেরোনায় কৃষি গোসেবার প্রবন্ধ সমিতির সদস্য পদ স্বীকার করেন ; সেই সাথে বর্ধার অন্যান্য সংস্থার সাথেও ক্রমাগত যুক্ত হতে থাকেন |
এর সাথে সাথে দেশের বিভিন্ন পত্র পত্রিকায় সময়ে সময়ে লেখার কাজ চলতে থাকে | আদিবাসীদের শিক্ষা রূপরেখা, মূল্য বোধ শিক্ষা , আধুনিক শিক্ষায় কাম্পযুটর প্রযুক্তির যোগদান বিষয়ে গবেষণাও করেন | প্রকাশিত লেখার মধ্যে চৈতন্যময় অধ্যাপন, সহাভাগিতার শিক্ষা , বুনিয়াদি শিক্ষার রূপরেখা, কুমারাপপার জীবন ও কাজ, গীতা র উপর বিভিন্ন প্রবন্ধ, মর্যাদা পুরুষোত্তম রামের বিচার দর্শন , উদ্যোগ ও উদযমিতা ; এই কয়েকটি উল্লেখযোগ্য | বাংলা, হিন্দী, ইংরাজী ও মারাঠি এই চার ভাষাতেই লেখার দক্ষতা তাঁর আছে | তাঁর লেখা বই এর সংখ্যা শতাধিক | বিশেষ করে গ্রাম বিকাস, আধুনিক শিক্ষা, সর্বধর্ম সমভাব , বিজ্ঞান ও প্রযুক্তি আর ভারতীয় ধর্ম দর্শনের নানা বিষয়ে লিখে থাকেন | মল্লরাজার রাজত্বে মদন মোহনের রহস্য নিয়েও তিনি একটি বই লিখেছেন | মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন তথ্য ও রহস্য বিষয়ে তাঁর লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে | বিনোবা ভাবে , ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ , রামকৃষ্ণ ও অন্যান্য মনীষিদের আদর্শ কে সামনে রেখে বিভিন্ন সৃজনমূলক কাজে যুক্ত আছেন |
লেখক শ্রী রামচন্দ্র প্রধানের সহিত তাঁর পরিচয় বলতে গেলে তাঁরা একই পথের পথিক , একই আদর্শে অনুপ্রাণিত ও একই উদ্দেশ্য প্রাপ্তি তে কর্মরত | তাঁদের মিলিত প্রচেষ্টা তেই এই পুস্তিকাটি প্রকাশিত হয়েছে |
ঠিকানা:
চন্দন সুকুমার সেনগুপ্ত
আরবিন্দা নগর, বাঁকুড়া - ৭২২১০১
পশ্চিম বঙ্গ
ভারতবর্ষ
The items in your Cart will be deleted, click ok to proceed.