একজন ভারতীয় প্রতিরক্ষার তদন্তকারী এসে পৌঁছয়, জঙ্গল আর সমুদ্রে ঘেরা এমন এক মিলিটারি মানসিক চিকিৎসালয়ে ,যেখানে সেইসব মানসিক রোগীদের রাখা হয়, যারা মানসিক রোগগ্রস্ত হয়ে কোনো ভয়ঙ্কর অপরাধ করেছে | সেই মানসিক চিকিৎসালয় থেকে এক রুগী পালিয়ে যায়, এবং সেই তদন্ত করতে এসে হাজির হয় এই দুই তদন্তকারী | কিন্তু সেখানে এসে তারা জানতে পারে যে এই জায়গাতে চিকিৎসার নামে চলছে এক চরম ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যায় এই তদন্তকারীও | সমুদ্র আর জঙ্গলে ঘেরা এই প্রান্তরে জড়িয়ে আছ