কাকতালে তালে বেতালে তালহীন তাল গাছ
যখন আমার মিথ্যার পিনিক ওঠে তখন আমি রাজনেতা হয়ে যাই। আমার ওতেই ভরা শান্তি। লাট বাহাদুরের মত করে বসে বসে খাওয়ার ইচ্ছে সবসময় জাগে। কিন্তু আমি পারিনা। এই না পারাটাই আমার ঘাটতি। এতে করে আমি হয়ে উঠি লাশবাহী জাহাজ। ঘাটে ঘাটে কথা হয়, ফেরি করি বস্তা পচা মতবাদ। আর আমি একাই হয়ে উঠি কোন এক অজানা দ্বীপের বাসিন্দা। এলোমেলো কথার ভিড়ে মৃত জায়নামাজ আর কথা বলে উঠেনা।