মানুষের জীবন ঘটনা বহুল, জীবনে চলার পথে ঘটে চলে নানা ঘটনা, সুখ দুঃখ বিরহ সবই, এই নিয়েই জীবন, এতো ঘটনাবলির সব কিছু আমাদের স্মৃতিতে থাকে না আবার কিছু থেকেও যায়, কিন্তু জীবনের কিছু বৈচিত্রময় ঘটনা যদি ছন্দে প্রকাশিত হয় তা কিন্তু থেকে যায় আমাদের মনের মনি কোঠায়, আমাদের তেমন ই কিছু ঘটনাবলি সাহিত্য রূপে ছন্দ হয়ে প্রকাশ পেয়েছে এই কাব্যগ্রন্থে, আশাকরি আপনাদের খুব ভালো লাগবে, আমাদের এই প্রয়াস যদি আজকের এই ব্যস্ত আপনাদের জীবনে নূন্যতম কিছু শান্তির হাওয়া বইয়ে দিতে পারে, তবে আমরা সত্যিই কৃতজ্ঞ থাকবো, আপনাদের শুভকামনার অপেক্ষায় রইলাম