ভালোবাসা ছোট একটা শব্দ সবার কাউকে না কাউকে ভালোবাসার অধিকার আছে?যেমন টা আবরার কাজি ওরপে সূর্য চৌধুরী সে একজন মাফিয়া কিং হয়েও একজন সাধারণ মেয়ে কে ভালোবাসে?আর মেয়েটা ছিলো বাবা মায়ের আদরের বড় মেয়ে সুমাইয়া রহমান!যার সাথে সূর্যের ফ্রেন্ডশিপ ছিলো ছোট থাকতে কিন্তু,কিছু গুন্ডা সূর্যের বাবা মা কে মেরে ফেলে?কোন একটা কারণে তাই বাবা,মায়ের মৃত্যুর বদলা নিতে সূর্য হয়ে ওঠে দ্যা মাস্টার মাইন্ড অফ মাফিয়া সাথে নিজের ঠিকানা প্লাটে ফেলে আর চলে যায় অনেক দূরে এভাবে কয়েক বছর চলে যায় হঠাৎ একদিন সেই মাফিয়ার জীবন ধমকা হওয়ার মতো সুমাইয়া চলে আসে?যাকে দেখে সূর্যের নেশা হয়ে যায় যেই সেই নেশা নয় ভালোবাসার নেশা?সাথে খোঁজ নিয়ে জানতে পারে এই সে যে ছোটবেলায় সূর্যের ফ্রেন্ড ছিলো,সুমাইয়া এসবের কিছুই জানতো না আর সূর্য কে ঘৃণা করতো সূর্য কে ঘৃণা করার কারণ ছিলো সূর্য একজন মাফিয়া।, যার কারণে সুমাইয়া তাকে ঘৃণা করতো হঠাৎ একদিন সূর্য নিজের আগের পরিচয় সুমাইয়ার সামনে আসে? যখন সূর্যের আসল পরিচয় জানতে পারে তখন সুমাইয়া খুশিতে আত্মহরা হয়ে যায় সাথে তাদের ভালোবাসা ভরপুর একটা সংসার হয়ে ওঠে?আর সূর্য নিজের মাফিয়া জীবন ছেড়ে নরমাল জীবনে ফিরে আসে?