"বেড়াল রহস্য " গল্পে এক বেড়ালের রহস্যময় উপস্থিতি যা যুক্তি তর্ক বিচারের উর্ধ্বে মানুষেকে এমনি এক ধারণায় পৌঁছে দেয় যেখানে শুধুই মায়ার বন্ধন গুলি সমস্ত যুক্তির জলকে ছিন্ন করে আত্মিক সম্পর্ক গড়ে তোলে।
মানুষের সংস্কৃতির সবচেয়ে বড় ধারক এবং বাহক হচ্ছে পঠন পাঠন বন্দোবস্ত। আর সেই জগতের সবচেয়ে বড় উপহার বই। বিপুল বইয়ের জগতে আমার এই বইটি একটি ছোট্ট সংযোজন। আমার ছোট্ট বন্ধুরা তোমরা যদি এই গল্পটি পড়ে উপভোগ করো আর বড়দের আদর ভালোবাসার প্রতি শ্রদ্ধা বোধ