এই উপন্যাসটির মধ্যে সমসাময়িক জীবনের কিছু ঘাত প্রতিঘাত তুলে ধরার চেষ্টা করেছি। গতিময় জীবনের পরতে পরতে মেঘ বৃষ্টি বজ্রের সহবাসে মানুষ যেমন অভ্যস্ত হয়ে পড়ে তেমনি সুখ দুঃখ অভিমানের, টানাপোড়েনে চলতে চলতে মানুষ স্বভাব বশত ভুল করে। ভুল বোঝাবুঝি ও বোঝাপড়ার অসংগতি মূল্যবোধ গুলোকে অতিরঞ্জিত করে তোলে। কারণ বশত পারস্পরিক ব্যবধান ভিত্তিহীন হলেও তার প্রগাঢ়তার জীবনের এক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছায়াপাত করে। আর সে ভুল যতক্ষণ না উপলব্ধি করা যায় ততক্ষণ পর্যন্ত