এই সময়ে যখন আর কেউই ছন্দে সেই ভাবে মাতেনা, পরিস্থিতি আর সেই রকম নেই। সেই সেরকম মুহূর্তে আপনারা অর্থাৎ যারা পাঠক তাদের জন্য নিয়ে এসেছি এই কবিতা সংকলন। যার মধ্যে নানান ধরণের কবিতা আপনারা পাবেন,পাবেন কিছু মজাদার সময়, কিছু আবেগ,কিছু অনুভূতি। মিশিয়ে ফেলতে পারেন নিজেকে এটির মধ্যে, ডুবে যেতে পারেন ছন্দের সাগরে। যেখানে অনুভূতির খেলা প্রতিনিয়ত চলছে। সেই সব সুন্দর মুহূর্তের সাক্ষী হতেই এই বই লেখা। যাতে আপনারা আনন্দ পেতে পারেন। হয়ে যান আমাদের এই বইয়ের এক অংশ।