এই বইটির বেশির ভাগ কবিতা বাস্তব ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে
আর কিছু কবিতা কাল্পনিক। "জীবন মরণ "এবং "ভালো বন্ধু "কবিতাটির মাধ্যমে আমি অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। কিছু দুর্ঘটনা যা আমার মাথার মধ্যে চলতে থাকতো সেগুলিকে আমি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং অন্যদের যন্ত্রণাদায়ক জীবনকে প্রকাশিত করেছি। আর একটা কবিতা নাম "ইচ্ছে" এই বইটির নাম যেই কবিতাটিতে আমার লিখিকা হওয়ার ইচ্ছেটা তুলে ধরা হয়েছে।