তেরোটি ছোট ছোট মুহূর্তকে একত্রিত করে বানানো এই রঙিন ক্যানভাস , কখনো আনন্দ ..কখনো বিরহ ...কখনো ভয় ...কখনো আবার দুঃখের ডালি সাজিয়ে বসানো এই আসর.....
প্রেম - ভালোবাসা - যন্ত্রণা - সুখ - স্বপ্ন মাখানো মুহূর্তগুলি অমর হয়ে থাক অনুভূতিদের মাঝে...সঙ্গে থাকুক রূপকথা , স্বপ্নের শহর যেখানে শুধুই ভালোবাসাই হলো শেষ কথা ...
কখনো প্রেমের নেশায় মাতাল হবে মন , কখনো হবে বিরহ যন্ত্রণায় ব্যথিত , কখনো আবার ঘিরে ধরবে ভয়, কখনো বা ডাইরির ছেঁড়া পাতায় খুঁজে পাওয়া যাবে হারানো অতীতকে.....আবার কখনো স্বপ্নপুরীতে হবে নতুন সূর্যোদয়......