লিমা এ গল্পের নায়িকা পরোপকারী, খুব রাগী, ছেড়ে কথা বলেনা এমন একটি মেয়ে।।
আবির এ গল্পের নায়ক কলেজে সবাই বড় ভাই বলে জানে।।
লিমা আর আবির কলেজেই পরিচিত হয়।। কিছু টা তর্ক বির্তক হাল্কা খুনসুটি দিয়ে ওদের মাঝে ভালোবাসা হয়।।
ওদের বিয়েও ঠিক হয়।।
কিন্তু নিজের গায়ে হলুদে লিমাকে ধর্ষন করে এক নরপশু।। একটি মেয়েকে বাঁচাতে গিয়ে একবার এ ছেলিটিকে চড় মারায় লিমার সব সপ্ন ভেঙ্গে দেয় নরপশুটা।।
তারপর আবিরের মা,বাবা বিয়ে ভেঙ্গে দিতে চায়।।
কিন্তু আবির ভালোবাসে লিমাকে তাই লিমাকে এমন দুঃসময় একা ফেলে দেয়না।।
নরপশুকে পুলিশর হাতে তুলে দেয়।। আর বিয়ে করে নেয় লিমাকে।।
বিয়ের পরও অনেক বিপদের সামনে পরতে হয় দুজনকেই।। কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত একে অন্যর পাশে থাকে ওরা।।
এভাবে সকল পরিস্থিতিতে প্রিয় মানুষের পাশে থাকাকেই তো ভালোবাসা বলে।।