'প্রথম অঞ্জলি' আমার প্রথম একক কাব্যগ্রন্থ। সুবিশাল সাগরের মত বিস্তৃত সাহিত্য জগতে আমার এই বই অঞ্জলি স্বরূপ। আর যেহেতু এটা আমার প্রথম বই,তাই এই বইয়ের নাম 'প্রথম অঞ্জলি' রেখেছি। এটা আমার প্রথম বই,কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তাই যদি কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকে,তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। এই বইয়ের প্রতিবাদী কবিতাগুলি কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করে নয়। তাই কেউ অযথা গায়ে মাখতে যাবেন না।
এই বইটি আমার স্বপ্নের কাজ।অনেক ভালোবাসা ও স্বপ্ন দিয়ে গড়া এই বই। এই বইয়ে রয়েছে নানান স্বাদের ছেষট্টি'টি কবিতা। এই বইয়ের কবিতাগুলি যদি পাঠকের মন ছুঁয়ে যেতে পারে এবং বাংলা সাহিত্য-সংস্কৃতিকে একটুও সমৃদ্ধ করতে পারে তবেই আমার শ্রম সার্থক হবে।