গীতায় বর্ণিত তত্ব জ্ঞান আমাদের কাছে নতুন নয় | এর উপর আলোচনা বিগত কয়েক শতাব্দী ধরে চলে আসছে | যতোবারই তত্ব বেত্তা ঋষি গণ ভাষ্য লিখেছেন তত বারই কিছু নতুন রহস্য উদঘাটিত হয়েছে | গীতা র নতুন কোনো দিক আবিষ্কৃত হয়েছে | তাহলে কি আর গীতা বিষয়ক কোনো ভাষ্য বা প্রবন্ধ রচনার প্রয়োজন নেই ? গীতা বিষয়ক আলোচনা কি তবে ওই সমস্ত প্রাচীন ভাষ্য ও প্রবন্ধ পর্যন্তই সীমিত রাখতে হবে ?
অবশ্য ই তা কখনই হলফ করে বলা যাবে না; গীতা বিষয়ক আলোচনা ও ভাষ্য নিয়ে কোনো শেষ সী