রাঙা মাটির দেশে এ কোন নিশি বার বার ডেকে যায় ভাবিনীকে? কুকুরের চোখ কেন হয় মানুষের মতন? কেন রহস্যময় ভাবে হারিয়ে যায় জয়া? এসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধবে কে? কে আছে এই সমস্ত কিছুর মূলে? আর কেই বা গান গেয়ে নিজের প্রিয়তমাকে ডেকে চলে অবিরাম,
"হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া পাখির মতন
যাবো যে সেই বিদেশে, যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়